অ্যাপে ১৫ হাজার করোনা রোগী শনাক্ত করলাে সৌদি

২৬ এপ্রিল, ২০২০ ১৩:৪২  
প্রাণঘাতী করোনাভাইরাসে বিশ্বব্যাপী প্রতি মুহূর্তে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। বিশ্বের বিভিন্ন দেশের মতো মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবেও থাবা বসিয়েছে এই ভাইরাস। দেশটিতে নতুন করে ১৫ হাজার করোনা রোগী শনাক্ত করা হয়েছে। তাদেরকে অনলাইনে বিশেষ অ্যাপের মাধ্যমে শনাক্ত করা হয়। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওই অ্যাপটি ৬ লাখ মানুষ ডাউনলোড করে নিজেরাই করোনা শনাক্তের তথ্য ওই অ্যাপটির মাধ্যমে সরকারকে জানায়। খবর আরব নিউজের। স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ডা. মোহাম্মদ আল-আবেদ আল-আলী সবাইকে স্বেচ্ছায় অ্যাপটির মাধ্যমে নিজেদের স্বাস্থ্যবিষয়ক তথ্য সরকারকে জানাতে এবং স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন।